টঙ্গীতে আলোচিত মাদক কারবারি শিরিনসহ গ্রেফতার ৩
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গী থেকে ২৯২৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি শিরিন আক্তারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ৩ এর সদস্যরা। বুধবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের এডঃ আব্দুস সাত্তারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার গোসারহাট থানার গোসাইপাট্রি গ্রামের মৃত মঙ্গল সরদারের মেয়ে শিরিন আক্তার(৪০), কক্সবাজার জেলার রামু থানার উখিয়ার ঘোনা গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল (৩২) ও একই জেলার ঈদগাঁও থানার দক্ষিন মাইজপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সোহেল (৩১)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৩ এর একটি অভিযানিক দল টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের এডঃ আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ৬টি মোবাইল ফোন ও নগদ ৬৮ হাজার ৬ শত ৯৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজশে টঙ্গী গাজীপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।