টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইকে মারধর
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই গিয়াস উদ্দিনের উপর হামলা চালিয়েছে তারই আপন ছোট ভাই নাইম ও ভাতিজা ছাকিবসহ তাদের দলবল। এঘটনা পাঁচজনকে অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী বড় ভাই। অভিযুক্তরা হলেন, গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকার আঃ মান্নানের ছেলে ছাকিব, একই এলাকার আমজাদ আলী ফকিরের ছেলে নাগর আলী উরফে বুক্কাইনা, নুরুল ইসলামের ছেলে নাইম ও তার ভাই সাহাবউদ্দিন, এবং সাহাবউদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম। অভিযোগ সুত্রে জানা যায়, ছোট ভাই সাহাবউদ্দিনের সাথে দীর্ঘদিন যাবৎ পৈতৃক সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল বড় ভাই গিয়াস উদ্দিনের সাথে। এই সংক্রন্ত একটি মামলায় আদালত থেকে গত ১১ এপ্রিল রায় পান তিনি। আদালতের রায়কে অমান্য করে অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে বিরোধ করে আসছিল। গত ২৩ জুলাই দুপুরে অভিযুক্তরা অতর্কিত তার বাসায় ডুকে হামলা চালায়। এসময় তারা তার বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে তারা গিয়াস উদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।