টঙ্গীতে কিশোর গ্যাং ‘দাদা ভাই’ গ্রুপের মূল হোতাসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘দাদা ভাই’ গ্রুপের মূল হোতাসহ ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে স্থানীয় পূর্ব আরিচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মূল হোতা আবু তালহা (১৯), সহযোগী নয়ন সিকদার (১৯), আব্দুর রহিম (১৮), কাজী নজরুল ইসলাম (১৮), আরিফুল ইসলাম (১৮) ও সায়েত্তম (১৮)। র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কিশোর গ্যাং ‘দাদা ভাই’ গ্রুপের একদল সদস্য দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় উল্লেখিত ৬ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগি অন্যরা পালিয়ে যায়। পরে তাদের হেফাজত থেকে ৩টি ধারালো চাকু, ২ টি রামদা, ১ টি লোহার রড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘দাদা ভাই’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তার করত: মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে শনিবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ।