টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় মালবাহী ট্রেনের একটি কন্টেইনার বগির লাইনচ্যুত হয়েছে। বুধবার ভোরে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। কন্টেইনার বগির লাইনচ্যুত হওয়ার পরে আপ লাইন বন্ধ হয়ে যায়। কিছুক্ষন পর অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয় রেল কর্তৃপক্ষ। তবে বিলম্বে ট্রেন চলাচল করায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান অফিসগামী যাত্রীরা। টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, ভোরে মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১২টা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে দুপুর ২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে কন্টেইনার বগি লাইনচ্যুতের ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।