টঙ্গীতে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বি এ রায়হান, গাজীপুর :- “সচেতন প্রজন্ম, উন্নত ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টঙ্গীর এরশাদনগর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রায় ২৫টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন টঙ্গী পূর্ব থানার পুলিশ এবং সরকারি ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ টঙ্গী শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান দীপুর সঞ্চালনায় এবং কাউন্সিলর ফারুক আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি অপরাধ (দক্ষিন) বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ বক্তা টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জিএমপি অপরাধ (দক্ষিন) বিভাগের অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার হাফিজুল ইসলাম, টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার মেহেদী হাসান দীপু, থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস, ৪৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসাইন জয়, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।