গাসিক নির্বাচনে তিন পদের বিপরীতে লড়বেন ৩২৪ জন প্রার্থী।
বি এ রায়হান, গাজীপুর:-- আগামী ২৫ মে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। সর্বশেষ মেয়র পদে ৮জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯জন প্রার্থী মূল লড়াইয়ে রয়েছেন। আগামীকাল মঙ্গলবার তাদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হলে আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণা শুরু হবে। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে মেয়র পদে ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল। এর মধ্যে যাচাই বাছাইয়ে তিন জনের মনোনয়ন বাতিল হয়, একজন প্রত্যাহার করে নেন। অপরদিক, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন, নির্বাচন কমিশন ১৭জনের প্রার্থীতা বাতিল করলেও আপিলে ফিরে এসেছিলেন ৩জন। প্রত্যাহারের শেষ দিনে ৩৬জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২জন মনানয়ন পত্র দাখিল করলেও ৬জনের বাতিল হয়েছিল, পরে আপিলে ১জন ফিরে আসে। তিনি আরও জানান, ৫৭টি ওয়ার্ডের গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার ১১লাখ ৭৯হাজার ৪৭৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২হাজার ৭৬২জন, মহিলা ভোটার ৫লাখ ৮৬হাজার ৬৯৬জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮জন। ৪৮০টি ভোট কেন্দ্র ভোট গ্রহণের জন্য তৈরী করা হয়েছে।