বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে ভারতকে অনেক ছাড় দিতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরে অনেক কিছু প্রত্যাশা করছেন। তিনি তা করতেই পারেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারতের সাথে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করেছেন। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে প্রায় ৪০টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
এই সফরে ভারতের মনেযোগ থাকবে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সামরিক চুক্তির প্রতি। এছাড়া সামরিক যন্ত্রাংশ কেনার লক্ষ্যে ৫শ মিলিয়ন ডলারের আরো একটি চুক্তির কথা বলা হচ্ছে। বড় আকারের অর্থনৈতিক সহায়তা প্রস্তাবের লক্ষ্যে এই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে যোগাযোগ থেকে এনার্জি পর্যন্ত সবকিছুই থাকবে।
কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত তিস্তা চুক্তির বিষয়ে তেমন কোন আভাস পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ এই চুক্তির বিষয়ে আগ্রহী হলেও ২০১১ সালে তা স্থগিত হ্য়। তিস্তা চুক্তির ফলে আন্তঃসীমান্তীয় ৫৪টি নদী ব্যবস্থা নতুন পথ খুঁজে পাবে উল্লেখ করে বাংলাদেশ এই চুক্তিকে ‘লিটমাস টেস্ট’ বলে আখ্যায়িত করছে।
তবে তিস্তা চুক্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও এই চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নৈশভোজ অনুষ্ঠিত হবে। ভারতের রাষ্ট্রপতির আয়োজনে এই নৈশভোজে একটি খসড়া চুক্তির হতে পারে, যা চূড়ান্ত চুক্তির জন্য নতুন পথ তৈরি করবে।
২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যাশা করছেন। এজন্য তাকে বিরোধীদল বিএনপি বার বার সমালোচনা করছে। ইতোমধ্যে সামরিক চুক্তির প্রয়োজনীয়তার বিষয়েও বিএনপি প্রশ্ন তুলেছেন।
সন্ত্রাস এবং আঞ্চলিক কূটনীতির মতো বিষয় নিয়ে কাজ করে যাওয়া এমন প্রতিবেশী বন্ধুর প্রসারিত সহযোগিতার হাত বাড়ানো ভারতের জন্য অনুজ্ঞা স্বরূপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে সমান পথে হাঁটছেন, দেশের মানুষকে এই বার্তা দেয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ এবং তাঁর উল্লেখ করা বিষয়গুলোর জন্য কাজ করে নিউ দিল্লী তাকে সহযোগিতা করতে পারে। ক্ষমতাসীন বিজেপি সেই কাজ করার মতো অবস্থায় ভালোভাবেই আছে।
ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থে শক্তিশালী, স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়তে দুই দেশকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আগ্রহী তা তিনি অনেকবারই দেখিয়েছে