যা রয়েছে ছয় চুক্তি আর ১৬টি সমঝোতা স্মারকে
বাংলাদেশ-ভারতের মধ্যে সই হওয়া ৬টি চুক্তির ৩টিই পারমাণবিক শক্তি সংক্রান্ত। প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা।
এই বৈঠকেই আসে ৬ চুক্তি আর ১৬টি সমঝোতার ঘোষণা। যৌথ সংবাদ সম্মেলনে এসব চুক্তি ও সমঝোতার কথা তুলে ধরেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ৬টি চুক্তির মধ্যে ৩ টিই পরমাণু বিষয়ে। এগুলো হচ্ছে পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ ও বিকিরণ রোধে প্রযুক্তি বিনিময় এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা। এছাড়া দুদেশের অডিও ভিজ্যুয়াল যৌথ প্রযোজনা, কলকাতা-খুলনা বাস চলাচল এবং কমিউনিটি ক্লিনিক স্থাপনে ঋণ সহায়তাও দেবে ভারত।
১৬ সমঝোতার প্রথমেই রয়েছে, ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্ক বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো। এছাড়া জাতীয় নিরাপত্তা, কৌশলগত ও কারিগরি সহযোগিতা জোরদারে দুদেশের ডিফেন্স কলেজের মধ্যে ২ টি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী, সাইবার নিরাপত্তায় সহযোগিতা দেবে ভারত। সামরিক খাতে ৫০ কোটি আর তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায়, বাংলাদেশকে সাড়ে ৪শ কোটি ডলার ঋণ দেবে ভারত।
ঢাকা-নয়াদিল্লি সমঝোতার আলোকে, মহাকাশে শান্তিপূর্ণ কাজে সহযোগিতা, সীমান্ত হাট স্থাপন, ভূতাত্ত্বিক জরিপ, নৌ পরিবহন, গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি খাতেও সহায়তা দেবে ভারত। বাংলাদেশের বিচারকদের ভারতে প্রশিক্ষণ ও দুদেশের বিচার বিভাগের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও, সমঝোতা সই হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে।