মাদারীপুরে সাংবাদিককে গাছে বেধে নির্যাতন
দারীপুর জেলায় সাংবাদিককে গাছের সাথে বেধে নির্যাতন । উপর মহলের চাপে কালকিনি থানা পুলিশ উল্টো হয়রানি মুলক মিথ্যা মামলায় শহিদুল ইসলামকে আটক দেখিয়ে। চিপজুডিশিয়াল ম্যাজিষ্টেট মোঃ জাকির হোসেনের আদলতের হাজির করলে। আদলত তাকে জেল হাজতে প্রেরন করেন।
উলেখ্য : মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগরে হামলার শিকার হয়েছেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক সুবর্ণগ্রাম সাংবাদিক শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে পূর্ব এনায়েত নগর ইউনিয়নে যান সাংবাদিক শহিদুল ইসলাম। এ সময় আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে এমন ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিক শহিদুল ইসলামের উপর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামে দুইজনকে আটকও করা হয়। বিকেলে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে স্থানীয় নেতাকর্মীদের চাপের মুখে পড়ে ওই সাংবাদিকের মামলা না নিয়ে উল্টো থানায় তাকে আটকে রাখা হয়। এরপর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালার কাছে সাংবাদিক শহিদুল ইসলামের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, স্থানীয় এমপি বাহাউদ্দিন নাছিমের সাথে সমঝোতা করলেই ওই সাংবাদিককে ছাড়া হবে।