কালীগঞ্জে নাভানার নতুন ফ্যাক্টরি
আল-আমীন সিনিয়র স্টাফ রিপোর্টার
কালীগঞ্জের বালিগাঁওয়ে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর নতুন ফ্যাক্টরির উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ এপ্রিল ২০১৭) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল।
অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল আলম এবং হেড অব বিজনেস ইঞ্জিনিয়ার আতিউর রহমান।
নাভানা তার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জে স্থাপন করলো পরিবেশ-বান্ধব ও বিশ্বমানের প্রযুক্তির এক অনন্য ফ্যাক্টরি, যা দেশের উন্নয়নের গতিকে তরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে।
শুরু থেকে কঠোর মান নিয়ন্ত্রণ ও উন্নত প্রযুক্তির সাহায্যে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রস্তুত করে আসছে বিশ্বমানের প্লাস্টিক পাইপ ও ফিটিংস, হাউজহোল্ড পণ্য,ওয়াটার পাম্প, কিচেন স্টোভ ও কিচেন সিংক প্রডাক্ট, যা দেশের চাহিদা মিটিয়ে এগিয়ে চলেছে বিশ্ব-বাজারে।
নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তার উন্নতমানের পণ্যের জন্য দেশ-বিদেশে একাধিক স্বীকৃতি অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ নতুন এই ফ্যাক্টরি স্থাপনের এই পদক্ষেপের জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। অতিথিরা নতুন এই কারখানাকে দেশের উন্নয়নের এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।