বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার বেশি নয়। চললে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম জেলা প্রতিনিদি)channel4 : মঙ্গল শোভাযাত্রায় আপত্তিকর ও ভয় লাগে এমন মুখোশ না পড়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পহেলা বৈশাখে এবারও বিকেল পাঁচটার পরে অনুষ্ঠান চললে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।রোববার (৯ এপ্রিল) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে এ তথ্য জানান পুলিশ সুপার নুরে আলম মিনা।
পুলিশ সুপার বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমাদের কাছে নির্দেশনা এসেছে। বিকেল পাঁচটার পর কোনো অনুষ্ঠান করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার করা যাবে না এমন কিছু বলা হয়নি। পাশাপাশি আপত্তিকর কোনো মুখোশ পরে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। কিছু মুখোশ তো এমন যা কারো মুখে পরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করতে পারে।’
সভায় জেলা সংসদের মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন বলেন, ‘একটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে আপত্তি এসেছে।তাই সেদিন যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সে বিষয়ে নজর রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সরকারি নিষেধাজ্ঞা মানতে জেলা ও উপজেলা পর্যায়ে বিকেল পাঁচটার মধ্যেই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে উপস্থিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্ষদের কর্মকর্তাদের আহ্বান জানান।
নির্দিষ্ট সময়ের পর অনুষ্ঠান করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।অনুষ্ঠানে বিভিন্ন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলার চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।