বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানাতে প্রতি বছর লাখো মানুষের ভিড় জমে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূলসহ আশেপাশের এলাকায়। ঘোষণার পর এবারই প্রথম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সবাই অংশ নেবেন ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায়।
পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুরো মঙ্গল শোভাযাত্রা থাকবে নিরাপত্তার আওতায়। চারুকলা থেকে রুপসী বাংলা হোটেল হয়ে চারুকলায় ফেরা পর্যন্ত শোভাযাত্রায় মাঝখান থেকে কাউকে ঢুকতে দেয়া হবে না।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, উৎসব নির্বিঘ্ন করতে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে যানবাহনের জন্য বিকল্প রাস্তাও ঠিক করেছে পুলিশ। ম্যাপে দেখানো লাল চিহ্নিত এলাকাগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার জানান, পয়লা বৈশাখ বিকেল ৫টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে এবং ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে অনুমতি সাপেক্ষে ইনডোর অনুষ্ঠান করা যাবে।
বাংলা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার
বাংলা নববর্ষ উদযাপনে, কোনো ধরনের হুমকি নেই। তারপরও মঙ্গল শোভাযাত্রায় নেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়, ঢাকা মেন্ট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বলা হয়, উৎসবে নারীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সেজন্য থাকবে বিশেষ টিম। তবে বিকেল ৫টার মধ্যে ঢাকা শহরের অন্যা জায়গায় আর ৬ টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অনুষ্ঠান শেষ করতে হবে। পয়লা বৈশাখে রাজধানীর ৯টি পয়েন্টে বন্ধ রাখা হবে যান চলাচল।