শ্রীপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান
টি.আই সানি,গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার বেলা ১১টায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান চালিয়েছে ভালুকা তিতাস গ্যাস কর্তপক্ষ।
ভালুকা তিতাস গ্যাস ডেপোটি মেন্যাজার আতিকুল ইসলাম জানান,উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। ধনুয়া গ্রামের হাজীমার্কেট থেকে ৫ কিলোমিটার দক্ষিণে,ফকির মার্কেট থেকে ৫ কিলোমিটার দক্ষিণ ও পশ্চিম এলাকায় এ অভিযানে প্রায় ১০ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভালুকা তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক সাহাবউদ্দিন জানান,দীর্ঘদিন যাবত শিল্পকারখানার সংযোগ লাইন থেকে এ এলাকার লোকজন অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করছিল এমন সংবাদে অভিযান চালিয়ে ধনুয়া গ্রামের প্রায় ১৩৭০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ২ কিলোমিটার লাইন তুলে ফেলা হয় ।তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক বা জরিমানা করা যায়নি ।
এলাকাবাসি জানান, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা,ধনুয়া,ডংপাড়া,বুতুলিয়া জৈনা বাজারের পশ্চিম এলাকায় স্থানীয় একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে প্রায় অর্ধলক্ষ সংযোগ প্রদান করেছিল এবং উক্ত চক্র মাসে প্রতি সংযোগ হতে বিল বাবদ ৫০০ টাকা করে আদায় করত