আশুলিয়ায় বেতন ভাতার দাবীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ
আব্দুস সাত্তার,সাভার:
নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমেল এলাকায় বেতন ভাতার দাবীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর, বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় উভয় পাশে ৬কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৬টা থেকে সুপ্রীপ জুট এন্ড নিটেক্স লি কারখানার ৩শতাধিক শ্রমিক মহাসড়কটি অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে দাবী আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শ্রমিকরা ১ঘন্টা পর অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানান, কারখানার স্টাফদের ৬ মাস ও শ্রমিকদের ৫ সপ্তাহের বেতন ভাতা পরিশোধ করেনি। তাছাড়া বেতন দেওয়ার জন্য বার বার তারিখ দিয়ে কারখানা কতৃপক্ষের কোন খবর থাকে না। আজকে বেতন দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে পরে দেওয়ার কথা জানালে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নামে।
পুলিশ জানান, কয়েক সপ্তাহের বেতন ভাতার দাবীতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে। আমরা মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে প্রায় ১ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সাভার