সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা নিয়ে শ্রীপুরে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত
টি.আই সানি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী করেছে জেলা তথ্য অফিস ও শ্রীপুর উপজেলা প্রশাসন।
বৃস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অডিটোরিয়ামে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের আমলে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, শিক্ষা সহায়তা কর্মসুচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষায় সরকারের সাফল্য, ভবিষ্যতে বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন ভাবনাও তুলে ধরা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার সিরাজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ প্রমুখ। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রীপুরে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিক তথ্য চিত্র প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।