গলাচিপায় বিভিন্ন দাবীতে উপজেলার প্রায় ৫শতাধিক শিক্ষক কর্মচারী কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম।
শুক্রবার সকাল ১১টায় গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গলাচিপা বেসরকারী শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি ও জাতীয় করনের দাবীতে উপজেলার প্রায় ৫শতাধিক শিক্ষক কর্মচারী কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় এসে শেষ হয়।
গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ:হালিম মিয়া, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো:নিজাম উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক মো: হাফিজুর রহমান, প্রধান শিক্ষক রাজা মিয়া,নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও শিক্ষিকা মুক্তা রহমান প্রমূখ। শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মতিউর রহমান বলেন,বাংলা ১৪২৪ সালের পহেলা বৈশাখ শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। সরকারের উচিত অচিরেই শিক্ষকদের দাবী মেনে নিয়ে বৈষম্য দূর করা।