প্রতিবন্ধিদের সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন করেন : সাংসদ এবিএম ফজলে করিম
মোহাম্মদ আলাউদ্দীন : চট্টগ্রামের রাউজানে হাজার বছরের বাঙ্গালীর ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ। এ উপলক্ষে গত শুক্রবার রাউজান কলেজ মাঠে বর্ষবরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সকাল ৯ টায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি লোকজনের পদচারণায় মুখরিত হয় রাউজান কলেজ মাঠ। প্রথমে রাউজান কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র বের করা হয়। এবিএম ফজলে করিম চৌধুরীসহ বিশ হাজার লোক মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রাউজানের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে রাউজান কলেজ মাঠ প্রঙ্গনে বৈশাখী অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বক্তব্য রাখেন সমাজ সেবক ফজলে রাব্বি চৌধুরী মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। বর্ষবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও সচিব আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা ও ছাত্র নেতা অনুপ চক্রবর্তীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর, ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার সোহেল, তসলিম উদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, সাবেক কাউন্সিলর শামীমুল ইসলাম চৌধুরী শামু, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজান, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, যুবলীগ নেতা আবু ছালেক, আব্দুল লতিফ, অনুপ, ইমরান হোসেন ইমু, প্রবাসী শাহীন তালুকদার প্রমূখ। বর্ষবরণ অনুষ্ঠানে আগত প্রায় বিশ হাজার লোককে খাওয়ানো হয় পান্তা- ইলিশ, বাজি-বর্তা। বর্ষবরণ উপলক্ষে মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক জমির উদ্দিন পারভেজের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া স্বাস্থ্য প্রতিবন্ধি¦দের সম্মানে আয়োজন করা হয় ভিন্নধর্মী অনুষ্ঠান। এসময় প্রতিবন্ধীরা নেচে গেয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। উপস্থিত প্রায় দুইশতাদিক প্রতিবন্ধি¦কে সাংসদ ফজলে করিম চৌধুরী প্রতিজনকে নগদ এক হাজার টাকা, শাড়ী, লুঙ্গি ও শার্ট উপহার দেয়। পরে সাংসদ প্রতিবন্ধিদের সাথে নিয়ে পান্তা-ইলিশ ভোজন করেন। এছাড়া বিকালে ছিল কলেজ মাঠে বিশেষ আকর্ষনীয় বলি খেলা। বিভিন্ন স্থান থেকে আগত বলিদের দেয়া হয় নগদ অর্থ পুরুস্কার। গ্রামীন বাংলার চিত্র ফুটিয়ে তুলতে নাগর দোলা (পুতুল নাচ), হাতি, ঘোড়ার গাডী প্রদর্শণীর আয়োজন করেন মেলা কমিটি।