নতুন ভবনে মুক্তিযুদ্ধ জাদুঘর: রক্ত হিম করা কান্না আর গৌরবের স্মারক
স্বাধীনতার ৪৬ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনের স্থায়ী ভবন হওয়ায় মুক্তিযোদ্ধারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোগে ১৯৯৬ সালের ২২ মার্চ রাজধানীর সেগুনবাগিচার একটি দোতলা ভবনে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর। ৭০টি নকশার মধ্যে স্থপতি দম্পতি তানজিম ও ফারজানার স্থাপত্য নকশাটি চূড়ান্ত হয়। মুক্তিযোদ্ধারা মনে করেন এই নতুন জাদুঘর স্থাপনার ফলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।