৬ দিন পর খুললো সাভার সিটি ইউনিভার্সিটি
আব্দুস সাত্তার,আশুলিয়া : দীর্ঘ ছয়দিন বন্ধ থাকার পর সোমবার সকালে খুলে দিয়েছে সাভারের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটি ইতিমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেসিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জানান, ১০ এপ্রিল সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় এসময় আহত হয় আরও শিক্ষার্থী পরে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ১১ এপ্রিল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন ছয়দিন বন্ধ থাকার পরে আজ (সোমাবার) বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে।যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
প্রসঙ্গতঃ ১০ই এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে এলোপাথারীভাবে গুলী ছুঁড়ে। এসময় সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের সিফাত (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ শিক্ষা-প্রতিষ্ঠানটি ছয়দিন বন্ধ ঘোষণা করেন।