হাওড় অঞ্চলে সরকারের ত্রাণ তৎপরতা সন্তোষজনক নয়: বিএনপি
ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাওয়া হাওড় অঞ্চলগুলোতে সরকারের ত্রাণ তৎপরতা অপ্রতুল ও লোক দেখানো মন্তব্য করে ওই এলাকাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে দলের সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি বলেন, হাওড় অঞ্চলগুলোতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। সরকার জনগণের প্রতিনিধিত্ব না করার কারণে দুর্গত এলাকাগুলোতে সরকারের কোনো মন্ত্রী বা এমপি এখনো পরিদর্শনে যাননি।
বিএনপি মহাসচিব বলেন, উজান থেকে নেমে আসা পানি ও প্রচুর বৃষ্টিপাতের কারণে ৩ লাখ একর জমি ও ১০ লাখ টন ফসল উৎপাদন বিনষ্ট হয়ে গেছে। এতে লাখ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম বিপাকে পড়েছেন।
ত্রাণ তৎপরতা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকার নির্বিকার।
এছাড়া অবিলম্বে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের পুরনো কৃষি ঋণ মওকুফ, বিনামূল্যে সার, বীজ বিতরণসহ কয়েকটির দাবি জানান বিএনপির মহাসচিব।