শ্রীপুর উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত Channel 4TV
টি.আই সানি.গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুরে উপজেলা আনসার ভিডিপি সমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়। ১৮এপ্রিল মঙ্গলবার ১১.৩০মিনিটে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মোঃ সাইফুর রহমান পিএএমএস জেলা কমান্ডান্ট আনসার ভিডিপি গাজীপুর, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ জলিল বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্ডল বুলবুল প্রমূখ। স্বাগত বক্তব্যে শ্রীপুর উপজেলার আনসার ভিডিপি অফিসার মোঃ আঃ মোতালেব বলেন, শান্তি শৃংখলা রক্ষার্থে আনসার ভিডিপি সদস্যদের অবদান অপরিসীম। জেলা পরিষদ নির্বাচন থেকে শুরু করে পৌর সভা ও ইউনিয়ন পরিষদের সুষ্ঠ নির্বাচনে আনসার সদস্যগন অক্রান্ত পরিশ্রম করে থাকেন। এ ছাড়াও সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রমে এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তারা অংশ গ্রহন করে থাকেন।
জেলা কমান্ডান্ট ড. মোঃ সাইফুর রহমান পিএএমএস বলেন, সমাজ হতে সন্ত্রাস, জঙ্গিবাদ দূরিকরণে আনসার সদস্যগন ব্যাপক ভূমিকা পালন করতে পারে। দেশ ও জাতির কল্যাণে আমরা সর্বদায় প্রস্তুত থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার বলেন, মহান মুক্তিযোদ্ধে আনসার ভিডিপি সদস্যদের আতœত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। ১৯৭১সালে আনসার ভিডিপির প্রায় ৪০হাজার রাইফেল নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরে। এ যুদ্ধে ৬৭০জন আনসার সদস্য শহিদ হন। তিনি আরো বলেন, বর্তমানে বাল্যবিবাহ নিরোধ ও মাদক মুক্ত সমাজ গড়তে আনসার ভিডিপি সদস্যদের এগিয়ে আসতে হবে। উপজেলা প্রসাশন সর্বদায় আপনাদের পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে অবদান রাখার জন্য প্রায় ২০জন আনসার সদস্যদেরকে বিভিন্ন পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কার প্রাপ্তদের মধ্যে প্রহলাদপুর ইউনিয়নের দলনেতা আলমাছ খানকে ১টি বাইসাইকেল ও দলনেত্রী আয়েশা খাতুনকে ১টি সেলাই মেশিন, তেলিহাটি ইউনিয়নের দলনেত্রী বিউটি আকতারকে ১টি বাইসাইকেল এবং সকল সদস্যদেরকে ১টি করে ছাতা পুরুস্কার দেওয়া হয়।