বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে কর্মশালা
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV :
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিভাগ ও জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে সিভিল সার্জন অফিসের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জি.কে.এম সামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগের কো-অর্ডিনেটর আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ডাঃ আবুল বাশার।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে বাড়ছে এ্যান্টিবায়েটিকের ব্যবহার। এভাবে চলতে থাকলে আগামীতে স্বর্দি-কাশিতে মানুষ মারা যেতে পারে। যে কারণে রোগ প্রতিরোধে টিকার ব্যবহার বাড়ানো হচ্ছে। বর্তমানে বিশ্বে ২৬ টি রোগের টিকা দান চালু থাকলে দেশে চালু রয়েছে ১০ টি রোগের টিকা। এছাড়াও আগামীতে আরোও ৪ টি রোগের টিকাদান কর্মসূচী চালু হবে বলে তারা জানান। কোন শিশু যাতে টিকার বাইরে না থাকে সে লক্ষ্যে স্বাস্থ্যবিভাগের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল বিশ্ব টিকাদান সপ্তাহ পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় “টিকা শিশুর জীবন বাঁচায়”।