নবীগঞ্জে নতুন বন্যার উকিঁ দিশেহারা কৃষকদের বুক ফাটা কান্না
ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক এক নতুন প্রবল বন্যার উকিঁ দিয়েছে । আগত প্রবল বন্যার কাছে স্বাগত দিনের বন্যার পানিকে এক নজির বিহীন পরাজিত করেছে । বিশ্লেষকদের মতে পানি বৃদ্ধির পরিস্থিতির পর্যালোচনা করে দেখা যায় বিগতদিনের বন্যার পানিকে নিচে রেখে আরেকটি নিত্য নতুন বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে । যা হাওরী বাড়িওয়ালা কৃষকদের ধান পানিতে ডুবে যাওয়ার সাথে তাদের বাড়ি সহ প্রাণেরও ডুবে যাওয়ার এক আসংকাজনক পরিস্থিতির সৃষ্টি হতে চলছে, বিশ্লেষকরা আরো জানান,এই ভয়ানক বৃদ্ধি হওয়া পানির গতিবেগ এত প্রখর যে অল্প সময়ই হাওর অঞ্চলের অনেকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে গেছে । ফলে ভোক্তভুগী কৃষকদের এতদিন বোরো খেতের ধান পাওয়ার চিন্তায় অঝর মগ্ন থাকলেও তা পাওয়া সম্ভব হয়নি বরং প্রবল বন্যার পানি নতুন করে চরম ভাবে বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি রক্ষায় ব্যর্থ হয়েছে অনেকেই । প্রকৃতপক্ষে গতদিনের ঘূর্ণিঝড়ে বহু দিনমুজুর দিশেহারা কৃষকদের ঘরের চালা উড়িয়ে নিয়েছে এবং সমস্ত ঘর দরজা ভেঙ্গে দিয়েছে । সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিন্তার মাত্রা দিন দিন ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে । এই ভয়ানক পরিস্থিতি পরিলক্ষিত হলে দেখাযায় যে, এই বিধ্বংসী বন্যার পানিতে উপজেলা জুড়ে নতুন করে আরেক এক-দুই পানির স্তর বেড়ে নতুন বন্যার উকিঁ দিয়েছে । এই কাল বন্যার নতুন বৃদ্ধি পাওয়ায় পানি শতকরা শতভাগ অসহায় কৃষকদের ক্ষতি সাধন করেছে । সরেজমিন পর্যবেক্ষণে গিয়ে দেখা যায় উজানের পাহাড়ি ঢলে হাওড় ও নদ-নদীর পানি মারাত্মক বেগে বেড়ে বসত বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে । এই কাল অঝর ঝড়ের ও জুয়ারের প্রহারে এখন অসহায় কৃষকের চিন্তা যন্ত্রনা আর পীড়া হারে হারে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে উকিঁ দিচ্ছে। ফলে খাদ্য সংকটের কারণে অনাহারি কৃষকদের মধ্যে প্রাণাহরের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে । এই অনাকাংক্ষিত ভীতি আলামতের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সচেতন মহলের ধারণা সীমাহীন ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার কর্তৃক সাহায্য সহযোগীতা না করলে তাদের মধ্যে অকেরেই না খেয়ে মারা যাওয়ার আসংকা রয়েছে । তথ্য সূত্রে জানাযায়, সরকারের ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে উপজেলার কয়েকটি এলাকায় ত্রাণ সামগ্রী আসলেও আরো অনেক এলাকায় ত্রাণ সামগ্রী পৌছাঁ প্রয়োজন । বাস্তবিক পক্ষে এই অলৌকিক কঠিন দূর্যোগ-দূর্ভোগ পরিস্থিতির মধ্যে যেসব এলাকায় ত্রাণ-সামগ্রী এখনও পৌছাঁয়নি সেইসব এলাকায় দ্রুত ত্রাণ-সামগ্রী পৌছেঁ দেওয়ার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামণা করেছেন সচেতন মহল ।