যুবদলের কমিটি করতে খালেদা জিয়ার তাগিদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘অনেকেই ব্লেইম করে সারাদেশে তোমাদের কমিটিগুলো করা হচ্ছে না। যুবদলের ১০ বছর হয়েছে কমিটি নেই। কোনো কমিটি নাই। আমরা কাজ করতে পারি না। তাই তোমাদের এই কমিটিগুলো দ্রুত দিতে হবে।’ এসময় খালেদা জিয়া দেশব্যাপী দ্রুত যুবদলের কমিটি গঠনের প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি ছাত্রদলের কমিটি পুনর্গঠনেরও নির্দেশ দেন।
রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য কারামুক্ত যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। এ সময় সদ্য কারামুক্ত ৩৯ জন নেতাকর্মী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘যুবদলে আমাদের অনেক ছেলে-পেলে আছে। যুবদলের কমিটি দিয়েছে, কিন্তু সবাইকে কমিটিতে স্থান দিতে পারিনি। আমি বলে দিয়েছি, যারা বাদ পড়েছে তাদেরকে মূল দল বিএনপিতে দেওয়া হবে। এবং যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করতে বলেছি। যারা যুবদলে বাদ পড়েছে তাদেরকে বিভিন্ন জেলায় মূল দলে নিয়ে আসতে পারি। যাতে নেতৃত্ব তৈরি হয়।’
তিনি আরো বলেন, ‘যুবদলে জায়গা না হলে মন খারাপ করার কিছু নেই। মূল দলে যাবে, না হলে স্বেচ্ছাসেবক দল আছে সেখানে যাবে।’
নবগঠিত ঢাকা সিটি বিএনপি’র উত্তর ও দক্ষিণ কমিটির কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘ঢাকা সিটিকে আমরা সাজিয়েছি। এখানে ছাত্রদল থেকে উঠে এসেছে তারা জায়গা পেয়েছেন। আমি তাদেরকে বলেছি সারা ঢাকা সিটিতে কমিটিগুলো করতে হবে। ঢাকাতে আগে যুবদল, ছাত্রদল কমিটিগুলোর মূল দলের সঙ্গে যোগাযোগ ছিল না। এখন কিন্তু সকলের সঙ্গে সমন্বয় হয়। আমরা যে কোনো কর্মসূচি দেই না কেন, এটা সফল কর্মসূচি হয়। তাই দেশের বিভিন্ন জেলায় কমিটিগুলোও করতে হবে। কমিটি থাকলে দল শক্তিশালী হয়।’
যুবদল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জেল-জুলুম, মামলা-হামলা সব আছে, তারপরও নির্ভয়ে তোমরা দায়িত্ব পালন করে যাচ্ছো। এজন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তোমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাবে। তোমাদের নেতাদের সঙ্গে কর্মীদের ভালো সম্পর্ক থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বিগত দিনের আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘যারা আন্দোলন বেশি করেছে তাদের ধরে নিয়ে যায়, গুম করে ফেলে। খোঁজ পাওয়া যায় না। তারা যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে তারা (আওয়ামী লীগ) ভয় পায়। এদেরকে শেষ করে দিতে পারলেই বিএনপি শেষ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহানগর উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মিলটন প্রমুখ