মেহেরপুর পৌরসভা নির্বাচন: ভোট গ্রহণ চলছে
আল-আমীন সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV :আজ (২৫ এপ্রিল) মঙ্গলবার মেহেরপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি, জবর-দখল ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন না করতে পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মেহেরপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রের ৯১টি বুথের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৯৬৫। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৩৩ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩২ জন।
নির্বাচনে পৌর মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর বিশ^াস (ধানের শীষ) প্রতীক, বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী,আ.লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা নিশান সাবের (মোবাইল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। একই সাথে সবকটি ওয়ার্ডে একাধিক কাউন্সিল প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিএনপি প্রার্থীর পক্ষ থেকে ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রিটার্নিং অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো-মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মিশন প্রাথমিক বিদ্যালয় ও নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের বড় বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের সরকারী উচ্চ বালক বিদ্যালয় এবং ৮নং ওয়ার্ডের মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের শুরু হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন বাড়তি নিরাপত্তার লক্ষ্যে র্যাব-পুলিশের পাশাপাশি ইতো মধ্যে ৩ প্লাটন বিজিবি নির্বাচন এলাকায় অবস্থান করছে।