'বিএনপি রাজনীতিতে খড়-কুটো আঁকড়ে ভেসে থাকতে চায়'
রাজনীতির মাঠে টিকে থাকতে যেকোনো বিষয়কে ইস্যু করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, 'বিএনপি এখন রাজনীতিতে খড়-কুটো আঁকড়ে ভেসে থাকতে চায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার পানি চুক্তি করার ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও এ বিষয় নিয়ে আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব দেয়াটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।'