মানুষের অসহায়ত্ব নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি হানিফের আহ্বান
সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে রাজনীতির ধারা থেকে সরে আসুন। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।
শুক্রবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাওরের বন্যা পরিস্থিতি এবং বিএনপির বক্তব্যের জবাবে হানিফ এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন: ‘আমার বিএনপির বন্ধুরা অকাল বন্যায় আক্রান্ত হাওর অঞ্চরে মানুষের প্রতি না দাঁড়িয়ে মিডিয়ায় মিথ্যাচার করছে। তারা মিথ্যাচারের রাজনীতি করে বাহবা পেতে চাচ্ছে। আজও মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন-তাদের নাকি হাওর অঞ্চলে যেতে দেওয়া হচ্ছে না! বিএনপিকে এ ধরনের মিথ্যাচারের বাইরে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হানিফ।
তিনি বলেন: আমি নিজেও হাওর অঞ্চল পরিদর্শন করেছি। সেখানকার মানুষের দুর্ভোগ আমি দেখেছি। সরকার হাওর বাসীর জন্য পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ দিচ্ছে।’
আগামী নির্বাচনে বিএনপি না এলে আবারও ভুল করবে মন্তব্য করে হানিফ বলে: তারা আগের নির্বাচনে তত্বাবধায়ক সরকারের দাবিতে আসেনি। উচ্চ আদালতের রায়ে যা বিলুপ্ত হয়ে গেছে; সংবিধানে যার অস্বিত্ব নেই-তারা সেই দাবি করে কিভাবে। এবারও যদি তারা নিরবাচনে না আসে আগের বারের মতোই ভুল করবে।
আমাদের সরকার চাই সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন।তিনি বলেন: প্রতি নির্বাচনের আগেই বিএনপি কথা চালাচালি শুরু করে এবারও শুরু করেছে। আপনাদের বলবো, আপনাদের নির্বাচনে আসতেই হবে। এবং শেখ হাসিনার সরকারের অধিনেই নির্বাচন হবে।