শ্রীপুরে স্টুডেন্ট লিংকের উদ্যোগে হাওড়ের জন্য ফান্ড কালেকশন
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু” ভুপেন হাজারিকার লেখা সেই অমর গানের সুরে অনুপ্রাণিত হয়ে ‘তহবিল ফর হাওড়’ লিফলেট করে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্নস্থানে হাওড়ের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যর্থে দিনভর টাকা কালেকশন করেন স্টুডেন্ট লিংক নামের একটি সংগঠন।
শনিবার সকাল ৮ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলার মেডিকেল মোড়, হানু মার্কেট,নয়নপুর ও জৈনাবাজারের বিভিন্ন জায়গায় গ্রীষ্মের দাবদাহে ঘুরে ঘুরে তারা টাকা কালেকশন করেন।
সারাদিনব্যাপী টাকা কালেকশনে উপস্থিত ছিলেন স্টুডেন্ট লিংকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন খোকন, উক্ত সংগঠনের সদস্য রিক্সন,রায়হান,মিজান,সেলিম,ফুয়াদ, সাংবাদিক টি.আই সানি,ওকে নিউজ ২৪ বিডি এর জেলা প্রতিনিধি সোলায়মান মোহাম্মদ,হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ইমরান,ব্যবসায়ী মোশাররফ হোসাইন এম এ হামিদ প্রমূখ।
হাওড়ের জন্য টাকা কালেকশনে এসে শিক্ষক আব্দুল্লাহ আল ইমরান বলেন, প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে । সরকারের একার পক্ষে হাওড়বাসীর ক্ষতি লাঘব করা সম্ভব না। তিনি সারাদিনব্যাপী এ কাজ করতে পেরে গর্ববোধ করেন ।
স্টুডেন্ট লিংকের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন খোকন বলেন, হাওড়ের ক্ষতিগ্রস্তরা আমাদেরই অংশ। আমাদের সামান্য একটু সহযোগিতা হয়তো হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব কিছুটা হলেও হ্রাসের কারণ হতে পারে। তিনি শ্রীপুরের সর্বোস্তরের মানুষকে হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ অনুরোধ করেন। তিনি আরো বলেন, যে কেও চায়লেই আমাদের সাথে কালেকশনে আসতে পারেন । আমরা আগামী ৫-৬ দিন আরো কালেকশন করবো এবং দেশের যেকোনো জায়গা থেকে বিকাশের মাধম্যে যে কেও ০১৯৮১-০০২০০৩ (পারসোনাল) এই নাম্বারে বিকাশ করতে পারেন।