ওয়াসার পানি সরবরাহে চালু হচ্ছে অত্যাধুনিক স্ক্যাডা সিস্টেম
ওয়াসার পানি সরবরাহে দেশে প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে অত্যাধুনিক স্ক্যাডা সিস্টেম। চট্টগ্রামে ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২ এ সংযুক্ত এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ও বিতরণের সব পর্যায়ে থাকবে সর্বোচ্চ তদারকি ও নিয়ন্ত্রণ। এতে পানির অপচয় শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বলছে সংস্থাটি। প্রতিদিন ১৪ কোটি লিটার সরবরাহের এই প্রকল্পটি ২০২০ সালের মধ্যে শেষ হলে নগরীর শতভাগ পানির চাহিদা পূরণ সম্ভব হবে বলে আশা করছে, ওয়াসা।
বন্দরনগরী চট্টগ্রামে দীর্ঘদিনের পানি সংকটের পর গত ১২ মার্চ উদ্বোধন হয় দৈনিক ১৪ কোটি লিটার সরবরাহ ক্ষমতাসমপন্ন কর্ণফুলী প্রকল্প-এক। এর মাধ্যমে চাহিদার অধিকাংশ পূরন হলেও এখনও পানির সংকট আছে নগরীর কোন কোন স্থানে।
এমন অবস্থায় কর্ণফুলী প্রকল্প-২ এর অগ্রগতি জানানো এবং একটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর করা হয় নগরীর একটি হোটেলে। এতে, জাপানের ইয়োকোগাওয়া সলোশন সার্ভিস কর্পোরেশনের সাথে চুক্তিবদ্ধ হয় ওয়াসা।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই প্রকল্পে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহের ক্ষেত্রে অত্যাধুনিক স্ক্যাডা সিস্টেম। এরমাধ্যমে পরিশোধন ও বিতরণের সব পর্যায়ে থাকবে মনিটরিং সিস্টেম। তাতে, অপচয় হবেনা পানি, বন্ধ হবে অবৈধ সংযোগ নেয়ার পথও।
এরইমধ্যে প্রকল্পের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে বলা হয়, ২০২২ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও ২০২০ সালের মধ্যেই কাজ শেষ করা যাবে এই প্রকল্পের। এরমাধ্যমে নগরবাসীর পুরো চাহিদা পুরণের পাশাপাশি নগরীর আশপাশ ও শিল্প কারখানায়ও দেয়া যাবে পানি।
চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা প্রায় ৫০ কোটি লিটার। এরমধ্যে ওয়াসা সরবরাহ করছে ৩২ কোটি লিটার।