বললেন, দেশে আইনের শাসন নেই বলেই বেশি কথা বলতে হয়। এছাড়া সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন হলে তা বাতিল করতে সর্বোচ্চ আদালত পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
'সংবিধানের সাথে সাংঘর্ষিক আইন বাতিলে পিছপা হবেন না আদালত'
কথার পিঠে কথা। ক্রমশ প্রকাশ্য হচ্ছে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের দ্বন্দ্ব। গেল এক মাস ধরে রাষ্ট্রের প্রধান দুই অঙ্গের মধ্যে সম্পর্কের অবনতি, চোখেপড়ার মতো। সম্প্রতি তাকে নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন প্রধান বিচারপতি।