কাপাসিয়া মহান মে দিবস পালিত
আসাদুলআহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
মে দিবস উদযাপন কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় কাপাসিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। ১ মে সোমবার দুপুরে উপজেলায় হর্ণ বাজানো, র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ আকন্দ এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, জাতীয় শ্রমিকলীগ সভাপতি আঃ কাদির ফকির, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন খান, জলসিড়ি এক্সপ্রেস এমডি মোশারফ হোসেন খোকন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মনির হোসেন (মনু), সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ উপজেলা সভাপতি আঃ কাইয়ুম ভূইয়া, সাধারণ সম্পাদক রাশিদুল হক সৈকত, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
এছাড়া সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রাক্টর মালিক সমিতি, গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পিকআপ মালিক সমিতি, মাইক্রোবাস মালিক সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন কাপাসিয়া উপজেলা শাখা, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পেইন্টার ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহরে র্যালি ও আলোচনা সভা করেছে। পরে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি গাজীপুর আন্ত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৪০৭) কার্যালয় উদ্বোধন করেন।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, পৃথিবীতে দক্ষ শ্রমিকের অনেক মূল্য। প্রবাসে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিকের চাহিদা কমিয়ে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। তিনি নেতৃবৃন্দ উদ্দেশ্য করে বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করতে হবে।