শ্রীপুরে শিলা বৃষ্টিতে ঘর বাড়ী ও ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি,আহত ৫!
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত সোমবার রাতের শিলা বৃষ্টিতে কৃষকের ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এ সময় শিলাবৃষ্টির আঘাতে কয়েকজন গুরুতর আহত হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মর্কতা রেহেনা আকতার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ।
স্থানীয় এলাকাবাসিরা বলেন,গত সোমবার রাত ৮টার দিকে শিলাবৃষ্টিতে গাজীপুর ইউনিয়নের ধনুয়া ,নয়াপাড়া, নগর হাওলা ,ফরিদপুর,ও তেলিহাটি ইউনিয়নের আবদার,যোগিরসিট,এলাকায় কৃষকের বাড়ীঘরের টিনের চাল ফুঁটো হয়ে শিলা এসে ঘরে পরে।এ সময় তারা প্রাণ বাঁচাতে খাটের নিচে আশ্রয় নেয়।এতে অনেকে আতঙ্কিত হয়ে পরে।এ ছাড়াও উঠতি বোরো ধান,কৃষকের সবজি ক্ষেত ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।জমির পাকা ধান ঘরে তোলতে না পেরে অনেকের চোখে এখন অন্ধকার।
ভালুকা উপজেলার কাশর গ্রামের কেরো মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন (৩০), উপজেলার আবদার গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়ির বাড়াটিয়া কালার মাষ্টার কারখানার শ্রমিক সুইং অপারেটর শিল্পি আক্তার (২৫),তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের নবে আলীর পুত্র হুসেন আলী (৬০),হাসমত আলীর পুত্র চাঁন মিয়া (৩৫),আহত হয়েছেন।
মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক হাসান বলেন,শিলা বৃষ্টির পর তার হাসপাতালে পাঁচ জন রোগী চিকিৎসা নিতে আসে এর মধ্যে সুফিয়া খাতুন শিলাবৃষ্টিতে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নগর হাওলা গ্রামের অঅকরাম হোসেন কাজল,দেলুয়ার হোসেন দেলু বলেন,শিলাবৃষ্টিতে এলাকার সকলের বাড়ীর ঘরের টিনের চাল ফুঁটো হয়ে গেছে। গাছ পালাসহ সকল প্রকার ফসল সব নষ্ট হয়ে গেছে।
একই এলাকার হোসেন আলী বলেন,তার একমাত্র সম্বল দুটি ঘর ছিল শিলাবৃষ্টি তাও কেড়ে নিয়েছে,এখন তার ঠায় হয়েছে খোলা আকাশের নিচে ।
ধনুয়া গ্রামের নবী হোসেন বলেন,তার পাঁচ বিঘা জমির সবজি ক্ষেত শিলা বৃষ্টিতে ধ্বংশ হয়ে গেছে। এ ছাড়াও জমির পাঁকা ধান জমিতেই ঝরে গেছে,শুধু ধান গাছ অবশিষ্ট রয়েছে।
মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার তালুকদার বলেন,শিলাবৃষ্টিতে বিদ্যালয়ের পুরো টিনের চাল ধ্বংস হয়ে গেছে।নতুন ভাবে নির্মান করতে সত্তর বান(৫ হাজার ৪০ ফিট)টিন প্রয়োজন।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন,শিলাবৃষ্টিতে তার ইউনিয়নের দুটি গ্রামের সকল বাড়ী ঘরের টিনের চাল নষ্ট হয়ে গেছে ।
পরে মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারী ভাবে তাদের সহযোগিতা করা হবে ।