হাওরের বাঁধ নির্মাণে লুটপাট ও দুর্র্নীতি অনিয়মকারীদের শাস্তি,হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা সহ ৯দফা দাবি-সুনামগঞ্জে বিএনপির ত্রাণ বিতরণ টিম
জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
হাওরের বাঁধ নির্মাণে লুটপাট ও দুর্র্নীতি অনিয়মে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ত্রাণকমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানগতকাল মঙ্গলবার (০২,০৫,১৭ইং) দুপুর সোয়া ১২টার দিকে অকাল বন্যায় সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের গ্রাম ছলিমপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিএনপির পক্ষ হতে ত্রাণ বিতরণকালে তিনি এ দাবি জানান। বিএনপি দুর্গতদের পাশে আছে জানিয়ে তিনি বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদেশে আমরা সাত সদস্যের প্রতিনিধিদল গত দুই-দিন ধরে হবিগঞ্জের বানিয়াচং দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এদিন ওই গ্রামের ৭০জন ক্ষতিগ্রস্থ অসহায় কৃষকদের মধ্যে ১০কেজি চাল,৫কেজি আলু,৫কেজি পেঁয়াজ,এক লিটার সয়াবিন তেল,এক কেজি মসুর ডাল ও এক কেজি লবণ দেয়া হয়। এরপর সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কানলার হাওরের ভল্লবপুর গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর পূর্বে বেলা ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের জানিগাঁও গ্রামের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন এই প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা অভিযোগ করে বলেন,আমরা আরও আগেই আসতাম,কিন্তু সরকারের বাধার কারণে আসতে পারিনি। আমরা অবিলম্বে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে সরকারের প্রতি জোর দাবি জানাই। সংবাদ সম্মেলন থেকে ৯দফা দাবি জানানো হয়। দাবি গুলো হলো-অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক,জেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে কম মূল্যে চাল বিক্রি করতে হবে,ভিজিএফ-ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ বাড়াতে হবে, সকল কৃষিঋণ সুদসহ মওকুফ ও নতুন ঋণ প্রদান করতে হবে,এ বছর কৃষি জমির খাজনা মওকুফ করতে হবে,সকল জলমহালের ইজারা প্রথা বাতিল করে সকলকে মৎস্য আহরণের সুযোগ দিতে হবে,সকল সরকারি-বেসরকারি ঋণ আদায় স্থগিত করতে হবে,হাওরে বাঁধ নির্মাণে লুটপাট,দুর্নীতি ও অনিয়মের দৃষ্টাস্তমূলক শাস্তি দিতে হবে এবং হাওর উন্নয়নে হাওরের আলাদা বৈশিষ্ট অনুযায়ী পরিবেশ বান্ধব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া,বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.শাখাওয়াত হোসেন জীবন,কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিব ইসলাম হাবিব,কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন,কেন্দ্রীয় সাবেক যুবদল নেতা আশিকুর রহমান আশিক,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,সাবেক চেয়ারম্যান আনিসুল হক,জেলা ছাত্রদল আহবায়ক নুরুল ইসলাম নুরুল,সদর থানা বিএনপির সভাপতি আকবর আলী,সাধারন সম্পাদক সেলিম উদ্দিন আহমদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ.লতিফ জেপি,আবুল মনসুর শওকত,প্রবাসী নেতা নুরুল ইসলাম সাজু,ব্যারিস্টার আনোয়ার হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুনাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।