শাকিবের পাশেই ছিলেন অপু
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে গত শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠন যখন নিষেধাজ্ঞা দেয়, তখন সবার চোখ ছিল তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের দিকে। অপু কী বলছেন? অপু কী পদক্ষেপ নিচ্ছেন? অপু কি শাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন?
হ্যাঁ, এই পুরো সময় শাকিবের পাশেই ছিলেন অপু। গত রোববার দুপুরে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘প্লিজ, আমাকে একটা উপায় বলে দিন, আমি কীভাবে শাকিবের পাশে এসে দাঁড়াব। আমি আর আমাদের সন্তান ওর পাশেই আছি। কিন্তু তা সবাইকে জানাতে হবে। আমি পাশে থাকলে শাকিবের মনোবল আরও বেড়ে যাবে। শাকিব যে কোনো বিপদ মোকাবেলা করতে পারবে।’
এ সময় তিনি শাকিবের পক্ষ থেকে নিজেই বিবৃতি দিতে চেয়েছিলেন। সেই মৌখিক বিবৃতিতে তিনি চলচ্চিত্র–সংশ্লিষ্ট সবাইকে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। শাকিবের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠনকে আহ্বান জানান তিনি।
ঠিক তখনই চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় শাকিব খান চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে যাচ্ছেন, এ খবর জানার পর চ্যানেল আই অনলাইনকে দেওয়া অপুর সেই বিবৃতি আর প্রকাশ করা হয়নি। এরপর দ্রুত সব বদলে যায়। পরদিন সোমবার দুপুরে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠন চিত্রনায়ক শাকিব খানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আজ বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘এই চলচ্চিত্রের মানুষগুলো শাকিবের কাছে তার পরিবারের মতোই। ১৮ বছর ধরে চলচ্চিত্রের এই পরিবারের সঙ্গে সে আছে। আমি মনে করি, এই দীর্ঘ সময়ে শাকিব নিজের পরিবারের চেয়ে বেশি সময় কাটিয়েছে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে। যাঁদের সঙ্গে শাকিবের সমস্যা তৈরি হয়েছিল, তাঁরা শাকিবের বয়সে বড় ও শ্রদ্ধার। আবার শাকিবও তাঁদের স্নেহের। তাই দ্রুতই একটা সুন্দর সমাধান হয়ে গেছে। ঘরের ছেলে ঘরে ফিরবে, তাঁদের ভালোবাসা পাবে—এটাই স্বাভাবিক। সবাই এখন এক হয়ে গেল, আমি খুশি।’
তিনি আরও লিখেছেন, ‘এই চলচ্চিত্রাঙ্গন শাকিবের কাছে যেমন পরিবারের মতো, তেমনি আমারও। এখন শাকিবও আমার পরিবার।’
এবার ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।