LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

রাজধানীর নামকরা স্কুলগুলো কেমন ফলাফল করেছে ?



 

পাশের হার এবং মোট জিপিএ ৫ এর সংখ্যায় বিগত কয়েক বছররের মধ্যে এবছরই মাধ্যমিক পরীক্ষার ফল কিছুটা নিম্নগামী। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে প্রায় আট শতাংশ, জিপিএ ৫ এর সংখ্যা কমেছে চার হাজারের মত। কিন্তু এর পরেও ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর নামকরা স্কুলগুলো। কিছু স্কুলে পাশের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা সামান্য কমলেও সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন স্কুল প্রধানরা।

ভালো ফল ধরে রেখেছে ভিকারুননিসা
সারাদেশে গড় পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমলেও ভালো ফল অব্যাহত রেখেছে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। গতবারের চেয়ে বেড়েছে পাশের সংখ্যা। তবে মোট পরীক্ষার্থী কম থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমেছে।

এবছর স্কুলটি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ১ হাজার ৫৯৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১ হাজার ৫৯৫ জন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গত বছর মোট ১ হাজার ৬২৯ জন পরীক্ষা দেন। পাশের হার ছিল ৯৯.৫৭ শতাংশ।

এ বছর জিপিএ ৫ পেয়েছে তিন বিভাগের মোট ১ হাজার ৩৬৮ জন। গতবার এ সংখ্যা ছিল ১ হাজার ৪২০।

সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন: শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টায় এ অর্জন। সার্বিক ফলে আমি সন্তুষ্ট।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলেই নয়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলাসহ সকল কো কারিকুলার কার্যক্রমেও ভালো করে আসছে সবসময়।

রাজউকে পাশ শতভাগ, কমেছে জিপিএ-৫
রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেছে পাশ করেছেন শতভাগ শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় কিছুটা কমেছে জিপিএ ৫ এর সংখ্যা।

রাজউক থেকে এবার মোট ৬২৫ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন সবাই। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৬৫ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯০ শতাংশ। তবে গত বছর জিপিএ ৫ এর হার ছিল প্রায় ৯২ শতাংশ।

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মতিঝিল আইডিয়াল
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার পামের হার ও সর্বোচ্চ গ্রড অর্জনে বেশ এগিয়ে আছে।

স্কুল শাখা থেকে মোট মোট ১৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন সবাই। জিপিএ ৫ পেয়েছেন ১৩৭১ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির প্রধান শাহিন আরা বেগম বলেন: শিক্ষক অভিভাবকদের নিবির পরিচর্যায় শিক্ষার্থীরা এমন ফল করতে পেরেছে।

মনিপুর স্কুলে মেয়েরা শতভাগ পাশ
রাজধানীর মনিপুর উচ্চ হাইস্কুল অ্যান্ড কলেজের স্কুলের বালিকা শাখায় পাশের হার শতভাগ। বালক শাখায় পাশের হার ৯৯.৮৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন মোট শিক্ষার্থীর ৭৪ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৮৬৮ জন। এরমধ্য জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৩৮৮ জন। মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগের এক হাজার ৪৩৬ জনের (বালক ৬৯২, বালিকা ৭৪৪) মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ২৮২ জন, বাণিজ্যে ৪৩২ জনের (বালক ২০৪, ২২৮) মধ্য জিপিএ ৫ পেয়েচে ১০৬ জন।

মনিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, এবার সামগ্রিকভাবে পাশের হার কমে গেছে। কিন্তু এর মধ্যেও গতবারের তুলনায় এই স্কুলে জিপিএ ৫ এবং পাশের হার বেড়েছে।

শিক্ষক, অভিভাবকদের প্রানবন্ত চেষ্টা আর পরিচালনা কমিটির কঠোর মনিটরিং ব্যবস্থার কারনে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

মাইলস্টোনের মাইলফলক
উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে এক হাজার ২০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এক হাজার ২০৭ জন পাস করে।

পাসের হার ৯৯.৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮২৪ জন এবং এ গ্রেড অর্জন করে ৩৮৩ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৮.২১ শতাংশ।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, এখানকার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসাথে এগিয়ে চলি, এটাই সেরা ফলাফল অর্জনের চাবিকাঠি।


1