রাজধানীর নামকরা স্কুলগুলো কেমন ফলাফল করেছে ?
পাশের হার এবং মোট জিপিএ ৫ এর সংখ্যায় বিগত কয়েক বছররের মধ্যে এবছরই মাধ্যমিক পরীক্ষার ফল কিছুটা নিম্নগামী। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে প্রায় আট শতাংশ, জিপিএ ৫ এর সংখ্যা কমেছে চার হাজারের মত। কিন্তু এর পরেও ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর নামকরা স্কুলগুলো। কিছু স্কুলে পাশের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা সামান্য কমলেও সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন স্কুল প্রধানরা।
ভালো ফল ধরে রেখেছে ভিকারুননিসা
সারাদেশে গড় পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমলেও ভালো ফল অব্যাহত রেখেছে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। গতবারের চেয়ে বেড়েছে পাশের সংখ্যা। তবে মোট পরীক্ষার্থী কম থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমেছে।
এবছর স্কুলটি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ১ হাজার ৫৯৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১ হাজার ৫৯৫ জন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গত বছর মোট ১ হাজার ৬২৯ জন পরীক্ষা দেন। পাশের হার ছিল ৯৯.৫৭ শতাংশ।
এ বছর জিপিএ ৫ পেয়েছে তিন বিভাগের মোট ১ হাজার ৩৬৮ জন। গতবার এ সংখ্যা ছিল ১ হাজার ৪২০।
সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন: শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টায় এ অর্জন। সার্বিক ফলে আমি সন্তুষ্ট।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলেই নয়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলাসহ সকল কো কারিকুলার কার্যক্রমেও ভালো করে আসছে সবসময়।
রাজউকে পাশ শতভাগ, কমেছে জিপিএ-৫
রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেছে পাশ করেছেন শতভাগ শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় কিছুটা কমেছে জিপিএ ৫ এর সংখ্যা।
রাজউক থেকে এবার মোট ৬২৫ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন সবাই। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৬৫ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯০ শতাংশ। তবে গত বছর জিপিএ ৫ এর হার ছিল প্রায় ৯২ শতাংশ।
পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মতিঝিল আইডিয়াল
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার পামের হার ও সর্বোচ্চ গ্রড অর্জনে বেশ এগিয়ে আছে।
স্কুল শাখা থেকে মোট মোট ১৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন সবাই। জিপিএ ৫ পেয়েছেন ১৩৭১ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির প্রধান শাহিন আরা বেগম বলেন: শিক্ষক অভিভাবকদের নিবির পরিচর্যায় শিক্ষার্থীরা এমন ফল করতে পেরেছে।
মনিপুর স্কুলে মেয়েরা শতভাগ পাশ
রাজধানীর মনিপুর উচ্চ হাইস্কুল অ্যান্ড কলেজের স্কুলের বালিকা শাখায় পাশের হার শতভাগ। বালক শাখায় পাশের হার ৯৯.৮৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন মোট শিক্ষার্থীর ৭৪ শতাংশ।
এবার মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৮৬৮ জন। এরমধ্য জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৩৮৮ জন। মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগের এক হাজার ৪৩৬ জনের (বালক ৬৯২, বালিকা ৭৪৪) মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ২৮২ জন, বাণিজ্যে ৪৩২ জনের (বালক ২০৪, ২২৮) মধ্য জিপিএ ৫ পেয়েচে ১০৬ জন।
মনিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, এবার সামগ্রিকভাবে পাশের হার কমে গেছে। কিন্তু এর মধ্যেও গতবারের তুলনায় এই স্কুলে জিপিএ ৫ এবং পাশের হার বেড়েছে।
শিক্ষক, অভিভাবকদের প্রানবন্ত চেষ্টা আর পরিচালনা কমিটির কঠোর মনিটরিং ব্যবস্থার কারনে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
মাইলস্টোনের মাইলফলক
উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে এক হাজার ২০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এক হাজার ২০৭ জন পাস করে।
পাসের হার ৯৯.৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮২৪ জন এবং এ গ্রেড অর্জন করে ৩৮৩ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৮.২১ শতাংশ।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, এখানকার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসাথে এগিয়ে চলি, এটাই সেরা ফলাফল অর্জনের চাবিকাঠি।