হেফাজতের সহিংসতার নেতৃত্বদানকারীদের চিহ্নিত করা গেছে: ডিএমপি
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় ৫০ মামলার তদন্ত কাজ থেমে আছে। তবে হামলার ষড়যন্ত্রকারী ও নেতৃত্বদানকারীদের চিহ্নিত করা গেছে বলে দাবি করেছেন ডিএমপির মুখপাত্র।
১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহা সমাবেশের আগেই হেফাজতের ব্যানারে আসা কর্মীরা সহিংস বিক্ষোভ শুরু করে। পুলিশের ওপর হামলা ভাংচুর ও আগুন দেয়া ছাড়াও পুলিশকে পুড়িয়ে হত্যা চেষ্টা ঘটনায় ৫৩টি মামলা হয়। তিনটি মামলার তদন্ত শেষ হলেও বাকিগুলোর তদন্ত থেমে আছে।
তবে মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করাসহ মামলার অগ্রগতি আছে বলে মন্তব্য করেছেন ডিএমপি’র মুখপাত্র।
শাপলা চত্বরের মঞ্চে থাকা হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবু নগরীকে মামলায় আসামি করা হলেও হেফাজতের আমির আল্লামা শফিকে আসামি করা হয়নি।