মেহেরপুরে কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি
এম এ লিংকন জেলা প্রতিনিধি Channel 4TV : মেহেরপুরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আলতা বানু (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত আলতা বানু মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত ইয়ার আলীর স্ত্রী। ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ-পালা ভেঙ্গে সড়ক অবরোদ্ধ ও বিদ্যুত ব্যবস্থা বিকল রয়েছে।
শনিবার সন্ধ্যারাতে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে নিহত ও উঠতি ফসলের ক্ষতি সাধিত হয়। এদিন সন্ধ্যায় প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় আলতা বানু বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যায়। আম কুড়ানোর সময় একটি বজ্রপাত তার শরীরে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে,নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ছাড়াও হঠাৎ ঝড়-বৃষ্টিতে মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক শত বাড়ির টিনের ছাউনী উড়ে গেছে। চলতি মৌসুমী ধানক্ষেত,ভুট্টা, আম- লিচু সহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধানের জমিতে পানি জমে যাওয়ায় শ্রমিকরা তা কাটতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। অনেক চাষীরা শ্রমিকা না পেয়ে তাদের ধানক্ষেত ঘরে তুলতে পারবেন না বলেও হতাশা প্রকাশ করেন। মেহেরপুর শহরসহ গাংনী ও মুজিবনগর উপজেলা শহরের বিদ্যুত ব্যবস্থা (আজ রোববার) সকালে চালু হলেও বিভিন্ন গ্রামে তা বিকল রয়েছে ।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।