গাংনীতে হোটেল রোস্তঁরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান
এম এ লিংকন, জেলা প্রতিনিধি মেহেরপুর Channel 4TV : মেহেরপুরের গাংনী উপজেলা শহরের দুটি হোটেল রেস্তোঁরাতে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ।
গাংনী হাট-বাজার এলাকার আল আমিন মিষ্টান্ন এন্ড জিলাপী ’র মালিক রবিউল ইসলামকে ৫ হাজার ও ঝন্টু হোটেলের মালিক ঝন্টু মিয়াকে তিন হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
আজ রোববার ( ৭ মে) বেলা তিন টার সময় স্থানীয় পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্্েরট এসএম জামাল আহমেদ এ অর্থদন্ড দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্্েরট এসএম জামাল আহমেদ জানান, হোটেলে নোংরা পরিবেশে খাবার বিতরণ, সংরক্ষণ ও পরিবেশের কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩০০৯ এর ৫৩ ধারায় তাদের এ অর্থদন্ড দেয়া হয়।
এসময় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সুজিদ চন্দ্র দে উপস্থিত ছিলেন।