নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
শাহ মো:জিয়াউর রহমান, নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আগামী ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। নির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে মোখছেদুল মোমিন, জাতীয়তাবাদীদল বিএনপি’র ধানের শীষ প্রতিক নিয়ে প্রভাষক শওকত হায়াৎ শাহ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে মো: ইলিয়াস চৌধুরী ভলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিক নিয়ে হাফেজ নুরুল হুদা ও জামায়াতের পৌর আমীর স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে আনারস প্রতিক নিয়ে হাফেজ আ: মুনতাকিম।
নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে ত্রিমূখী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে বিরতিহীনভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ভোট প্রার্থনায় বিভিন্ন কৌশল অবলম্বন করছেন প্রার্থী ও কর্মীরা। ব্যানার, পোস্টার, লিফলেট ছেয়ে গেছে গোটা উপজেলার হোটেল, রেস্তোরা, দোকান-পাট ও রাস্তার মোড় সহ বিভিন্ন স্থান। প্রার্থী ও সমর্থকরা তাদের নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। সেই সঙ্গে মাইকিং চলছে সমান তালে। সুর-ছন্দ গানের তালে বিভিন্ন কথা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে চালাচ্ছেন প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন। তবে ভোটে টাকার খেলা হবে বলে অনেকে দাবি করেন। তবে এখন পর্যন্ত ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন সাড়া জাগেনি।