মার্কিন নাগরিককে আটকের দাবি করেছে নর্থ কোরিয়া
Collect News : নর্থ কোরিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার সন্দেহে এক মার্কিন নাগরিককে আটকের দাবি করেছে দেশটি।
কিম হাক-সং নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিক পিয়ংইয়াং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউএসটি)-তে কাজ করতেন। গত ৬ মে তাকে আটক করা হয় বলে জানিয়েছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।
নতুন এই ব্যক্তিসহ বর্তমানে দেশটিতে তিনজন মার্কিন নাগরিক আটক রয়েছে। তাদের মধ্যে একজন পিইউএসটি’র শিক্ষক কিম স্যাং-ডাক।
কেসিএনএ তার সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, ‘একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিম হাক-সংয়ের গ্রেফতারের বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করছে। এর বেশি কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নর্থ কোরিয়ায় এক মার্কিন নাগরিককে আটক করার একটি রিপোর্ট তারা পেয়েছেন। পররাষ্ট্র বিভাগ এ ব্যাপারে পিয়ংইয়াংয়ে সুইডিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে বলে জানান তিনি।
এই সুইডিশ দূতাবাসই নর্থ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় দেখাশোনা করে বলে জানিয়েছে বিবিসি।
অতীতেও যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার অভিযোগ করেছে, নর্থ কোরিয়া নিজেদের স্বার্থে দাবার গুটির মতো ব্যবহারের জন্য আমেরিকান নাগরিকদের আটকে রাখছে।
নর্থ কোরিয়ার নিউক্লিয়ার অস্ত্রসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের কোরীয় উপকূলে যুদ্ধজাহাজ পাঠানো থেকে চলমান সাম্প্রতিক দ্বন্দ্বের মাঝে মার্কিন নাগরিক আটকের এই ঘটনা নতুন করে দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।