অফিসের সময়সূচি ঘোষণা পবিত্র রমজান মাসে
প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র রমজান মাসের জন্য অফিসের পরিবর্তীত সময়সূচি ঘোষণা করেছে সরকার। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়মিত অফিস সময় পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
যোহরের নামায আদায়ের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করার জন্য ওয়ান স্টপ সার্ভিস আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের মাধ্যমে ষোলটি সেবা এক জায়গা থেকে দেয়া হবে।
মন্ত্রিসভায় ব্যাংক-কোম্পানি আইনের নীতিগত খসড়ারও অনুমোদন দেয়া হয়েছে। এতে করে কোম্পানির পরিচালনা পর্ষদে একই পরিবারের দুইজনের পরিবর্তে চার সদস্য থাকতে পারবে।