ভারতে বিচারপতিদের পাল্টাপাল্টি দণ্ডাদেশ অব্যাহত
কলকাতা হাইকোর্টের বিচারক সিএস কারনানকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাকে গ্রেফতারে কলকাতার পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় মানহানির মামলায় ৭ বিচারপতির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন কারনান। ওই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সিএস কারনানকে ৬ মাসের সাজা দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে সিএস কারনানের দেয়া কোনো আদেশ মিডিয়ায় বড় করে প্রচার বা প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ভারতের ২০ জন বিচারক এবং ৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উত্থাপন করে শাস্তি দাবি করেছিলেন সিএস কারনান। সেই থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে প্রকাশ্য বিবাদ।
সুপ্রিম কোর্ট তাকে বদলি করে মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতায় পাঠালে আদালতের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন কারনান। সুপ্রিম কোর্ট কারনানকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে। মানসিক স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দেয়।
জবাবে কারনান প্রধান বিচারপতিসহ সর্বোচ্চ আদালতের ৭ বিচারকের বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং উল্টো তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন।
অবসর থেকে ১ মাস দূরে থাকা কারনান সুপ্রিম কোর্টের বিরুদ্ধে প্রতিটি রায় নিজের বাসায় বসেই দিয়েছেন।
এর আগে সিএস কারনানের দেয়া সকল আদেশ ও রায় ভারতের আদালতগুলোকে আমলে নিতে নিষেধ করেছিলো সুপ্রিম কোর্ট।