গোদাগাড়ীতে আত্মঘাতি বিস্ফোরণ: জঙ্গিসহ নিহত ৫
রাজশাহীর গোদাগাড়ীতে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে চার জঙ্গি মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জঙ্গি অস্তানা থেকে বেরিয়ে জঙ্গিরা এ আত্মঘাতি বিস্ফোরণের ঘটনা ঘটায়।
বিস্ফোরণের ঘটনায় গোদাগাড়ী থানার উপ সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) উৎপল (৩৫) কনস্টেবল তাজুল ইসলাম (৪০) ও দমকল বিভাগের কর্মি আব্দুল মতিন (২৯) আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় দমকল বিভাগের কর্মি আব্দুল মতিনের মৃত্যু হয়।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামে ওই বাড়িটি সনাক্ত করে পুলিশ। বাড়ির মালিকের নাম সাজ্জাদ হোসেন। এরপরে বাড়িটি ঘিরে রাখা হয়। ভোর থেকেই পুলিশের উপরে বাড়ির ভেতর থেকে গুলি চালানো হচ্ছে। সেখানে ৫ থেকে ৬ জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি জানান, পুলিশের সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ি বাড়িটি সনাক্ত করা হয়। দুই থেকে আড়াই মাস আগে ফাঁকা মাঠের মধ্যে সাজ্জাদ হোসেন বাড়িটি নির্মাণ করেন। সাজ্জাদ ফেরি করে কাপড় বিক্রি করে বেড়ায়। তার দুই ছেলে আলামিন ও সোয়েব পেশায় কৃষক।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/NjXc3nG7Zoc" frameborder="0" allowfullscreen></iframe>