পয়লা জুন আগামী অর্থবছরের বাজেট পেশ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পয়লা জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন। গণমাধ্যমের সম্পাদক এবং পরিচালকদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, বাজেটের আকার হবে প্রায় ৪ লাখ কোটি টাকা। জোর দেয়া হবে রাজস্ব আয় বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের ওপর।
বাজেট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ এবং সহজবোধ্য করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।
প্রাক-বাজেট আলোচনা অর্থমন্ত্রী প্রায় গুটিয়ে এনেছেন। সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের শুরুতেই ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে ধারণা দেন তিনি।
পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ভ্যাট আইন এবং হার নিয়ে চলমান উত্তাপের রেশ সম্পাদকদের পরামর্শে চলে আসে। বিশাল বাজেট, বাস্তবায়ন হারও খারাপ নয়। কিন্তু কথা ওঠে গুণগত বাস্তবায়ন নিয়ে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন গণমাধ্যমের কর্তাব্যক্তিরা।
মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপবে কি না? – এনবিআর চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিলো সম্পাদকদের।
অর্থমন্ত্রী জানান, বাজেট নিয়ে মানুষের এখন অনেক আগ্রহ। বিষয়টি নিয়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
আলোচনায় একাধিকবার চ্যানেল আইয়ের আয়োজন কৃষি বাজেট, কৃষকের বাজেট-এ উপস্থিত থাকার অভিজ্ঞতা তুলে ধরেন অর্থমন্ত্রী।