বিএনপি নয়, আওয়ামী লীগই বিএনপিকে অনুসরণ করে: ফখরুল
বিএনপি কাউকে নকল বা অনুসরণ করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বরাবরই বিএনপিকে অনুসরণ করে, বিএনপির পলিসিকে নকল করেছে এবং করে।
বৃহস্পতিবার (১১ মে) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ৩০ মে মেজর জিয়ার ৩৬তম শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা ও যৌথ সভায় ফখরুল এমন দাবি করেন।
বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করেছে এটা সম্পূর্ণ অসত্য তথ্য জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি কারও ভিশন অনুসরণ করেনি বরং আওয়ামী লীগ বরাবরই বিএনপির ভিশন অনুসরণ করেছে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে ফখরুল বলেন, ২০০১ সালে বিএনপিই প্রথম দেশের উন্নয়নের রূপকল্প নিয়ে এসেছিল। ২০০৮ আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সেই ভিশন নকল করেছে।
১৯৭৫ সালের পর থেকে জিয়াউর রহমান ক্ষমতা যে দেশ পরিচালনায় নতুন নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন তা পরবর্তী সময়ে আওয়ামী লীগ অনুসরণ করেছে। মুক্তবাজার অর্থনীতি, বিদেশি বিনিয়োগ, কৃষি ব্যবস্থা, শিক্ষা সহ প্রায় সব বিষয়েই আওয়ামী লীগ বিএনপিকে অনুসরণ, অনুকরণ করেছে বলে দাবি করেন ফখরুল।
অনুষ্ঠানে ৩০ মে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আগামী ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী কর্মসূচিগুলো পালন করবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।