সৌদিতে তিনশতাধিক বাংলাদেশি নারী শ্রমিকের মানবেতর জীবন
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে, মানবেতর জীবনযাপন করছেন তিনশতাধিক বাংলাদেশি নারী। তাদের দাবি, সৌদি গৃহকর্তার হাতে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসেছেন তারা। যেকোনো মূল্যে এখন তারা দেশে ফিরতে চান। কিন্তু প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, নানা জটিলতা আর আইনি প্রক্রিয়ার কারণে তাদের সহজেই দেশে ফেরানো সম্ভব নয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে, বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে, দেশে ফেরার প্রহর গুণছেন নির্যাতনের শিকার তিন শতাধিক বাংলাদেশি নারী।
ভাগ্যের চাকা ঘোরাতে সংসার, পরিবার দূরে ঢেলে, সৌদি আরবে যাওয়া এসব নারীকর্মীর দাবি, সৌদি গৃহকর্তার নির্যাতন আর অনিয়মিত বেতনের কারণে পালিয়ে আশ্রয় নিয়েছেন সেইফ হোমে। কিন্তু মাসের পর মাস অবস্থান করেও তারা দেশে ফিরতে পারছেন না।
অভিযোগকে আমলে বাংলাদেশ দূতাবাস বলছে, শুধু সৌদি আরবের গৃহকর্তা নয়, অনেক সময় ভালো চাকরির প্রলোভনেও অনেকে পালিয়ে আসে এবং প্রতারণার শিকার হয়। আর এসব কাজে কিছু বাংলাদেশি জড়িত বলেও দাবি দূতাবাসের।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাবি, সেইফ হোমে আশ্রয় নেয়া অভিবাসী নারীদের দেশে ফেরাতে সরকার কাজ করছে। তবে নানা জটিলতায় প্রক্রিয়া শেষ করতে সময় লাগে। এখন পর্যন্ত প্রায় ১ লাখ বাংলাদেশি নারী বৈধভাবে কাজ নিয়ে সৌদি আরবে গেছেন বলে জানিয়েছে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো।