বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের লং মার্চ শাহবাগ পৌঁছালে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়া হয়।
পুলিশের লাঠিচার্জে ও টিয়ারশেলে আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী। আটক করা হয়েছে প্রায় ত্রিশ জনকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীদের চারটি দাবি হচ্ছে- বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সহকারিভাবে ১০ গ্রেড নিয়োগ ও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ম্যাটস থেকে পাস করা ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগের সুযোগ এবং ইন্টার্নশীপে ভাতা প্রদান করা।
এই দাবি বাস্তবায়নের জন্য মহাখালির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি, দেশের সব শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, মানববন্ধনসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চের এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিলো।