ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে
পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে যুবলীগ সভাপতি তমাল শরীফসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের জন্য এই অভিয়োগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মন্ত্রীর গ্রামের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত ১৮ মে ঈশ্বরদীতে যুবলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে দুটি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। বাড়িতে হামলার ঘটনায় যুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বাদী হয়ে যুবলীগ সভাপতি তমাল শরিফসহ ৩২ জনকে নামীয় এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাবনার পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযানে মন্ত্রীপুত্রসহ ১১ জন গ্রেফতার হন