জাদুঘর দিবস উপলক্ষে সাত দিনের অনুষ্ঠান ও প্রদর্শনীর উদ্বোধন
18-5 আন্তর্জাতিক জাদুঘর দিবস। এ উপলক্ষে জাতীয় জাদুঘরে সাত দিনের অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হয়েছে নিদর্শনের প্রদর্শনী। এখানে প্রদর্শন করা হচ্ছে মহাস্থানগড়ের হাজার বছর আগের নানা পুরাকীর্তি।
দুপুরে জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস-আইকমের সভাপতি অধ্যাপক প্রেম সিং বাসাত। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি চিত্রশিল্পী হাশেম খান। এর আগে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
আসাদুজ্জামান নূর বলেন, ‘জাদুঘর শুধু কিছু ঐতিহাসিক জড় বস্তুর সমাহার নয়, এটি জীবন্ত ইতিহাসের আকর। জাদুঘর অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এবং বর্তমানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। এ প্রক্রিয়ায় আমরা সামনে অগ্রসর হই। বাংলাদেশ জাতীয় জাদুঘর এ দেশের সহস্রাব্দ প্রাচীন আবহমান ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন ও সংরক্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘সময়ের বিবেচনায় জাদুঘরকে সম্প্রসারণের নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। কিছুদিন আগে জাতীয় জাদুঘরকে ভার্চ্যুয়াল জাদুঘরে পরিণত করা হয়েছে। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন নিদর্শন যে কেউ দেখতে পাচ্ছে।’
জাদুঘরকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, ‘কুষ্টিয়ায় কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর, পাবনায় মহানায়িকা সুচিত্রা সেন সংগ্রহশালা ও ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় স্বাধিকার আন্দোলনের নেত্রী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে স্মৃতি সংগ্রহশালা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখার জন্য জাদুঘরের সাবেক মহাপরিচালক শিক্ষাবিদ ও গবেষক এনামুল হককে জাদুঘরের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। জাদুঘরের নিদর্শন সংগ্রহে সম্মাননা জানানো হয় ওলী মিয়াকে। তিনি জাদুঘরের প্রায় ১০ হাজার নিদর্শন সংগ্রহে প্রত্যক্ষ অবদান রেখেছেন।
আয়োজনের দ্বিতীয় পর্বে ‘জাদুঘর হতে পারে বিতর্কিত ইতিহাসের অভয়ারণ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল বাউলগানের আসর।